প্রতিষ্ঠানের ইতিহাস

বাহাদুরপুর কারিগরি স্কুল এ্যান্ড কলেজ রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে বাংলাদেশের একটি মাধ্যমিক বিদ্যালয়। এর প্রতিষ্ঠান কোড: ২৪০৪৮ EIIN: 132879। চামারী, সিংড়া, নাটোর এ অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়টি ১৯৯৮ইং সালে স্থাপিত হয়। “সন্তান আপনাদের, তাকে সুশিক্ষিত নাগরিকরুপে গড়ে তোলার দায়িত্ব আমাদের।” এই মূলমন্ত্রকে ধারণ করে বাহাদুরপুর কারিগরি স্কুল অ্যান্ড কলেজ এগিয়ে চলছে।

বিজ্ঞান ও প্রযুক্তির চরম উৎকর্ষের এই যুগে আপনাদের প্রাণপ্রিয় আদরের সন্তানকে নিয়ে আপনার স্বপ্ন। আপনার সন্তান এক দিন সৎ, যোগ্য, আদর্শবান সুসন্তান হিসাবে বড় হবে, হবে সমাজের সম্মানীয় ব্যক্তি। সর্বোপরি সে একজন পরিপূর্ণ মানুষ ও যোগ্য নাগরিক রুপে নিজেকে গড়ে তুলবে। এ প্রত্যাশা আমার, আপনার, সবার।

আজ যারা শিশু আগামী দিনে তারাই হবে সারা বিশ্বের চালিকা শক্তি। তাই শিশুদের দিকেই তাকিয়ে আছে আজকের বর্তমান বিশ্ব। কারণ “আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত”। কিন্তু শিশু কিশোরদের সাজঘর আজ নানা সমস্যায় আক্রান্ত। উপযুক্ত শিক্ষালয় পাওয়া আজ বড়ই দুষ্কর। তদুপরি পুঁজিবাদের এ যুগে পণ্যের মত শিক্ষা ব্যবস্থাতে চলছে চরম বাণিজ্যিকীকরণ। আর এ করণেই আপনিও হয়তো চিন্তিত ও উদ্বিগ্ন। কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাবেন আপনার সন্তানকে অথবা যেখানে সন্তানকে ভর্তি করিয়েছেন সেখানে সে আদৌ উপযুক্ত শিক্ষা পাচ্ছে কিনা? এরকম প্রেক্ষাপটে আপনি হয়তো দ্ধিধান্বিত হচ্ছেন প্রকৃত ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান বাছায় করতে।

এই ভাঙ্গা গড়ার স্বপ্নিল খেলায় আপনি যখন উদ্বিগ্ন ঠিক তখনই ”বাহাদুরপুর কারিগরি স্কুল অ্যান্ড কলেজ” আপনার কাঙ্খিত স্বপ্ন বাস্তবায়নে এবং আপনাকে সহায়তা করতে এগিয়ে এসেছে। এখানে আপনার সন্তানকে অকৃত্রিম ভালবাসা, স্নেহপূর্ণ আন্তরিকতা এবং দক্ষতার সাথে যথার্থ শিক্ষা প্রদানের মাধ্যমে সুশিক্ষিত সফল মানুষরুপে গড়ে তোলা হবে। বিগত কয়েকবছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় শতভাগ পাশ সহ আমাদের অনেক ছাত্র পেয়েছে জিপিএ ৫। পাশ এবং ভালো রেজাল্টের নিশ্চয়তা পেতে ‘বাহাদুরপুর কারিগরি স্কুল অ্যান্ড কলেজ’ আপনার সন্তানের পাশে।