বাহাদুরপুর কারিগরি স্কুল এ্যান্ড কলেজ রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে বাংলাদেশের একটি মাধ্যমিক বিদ্যালয়। এর প্রতিষ্ঠান কোড: ২৪০৪৮ EIIN: 132879। চামারী, সিংড়া, নাটোর এ অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়টি ১৯৯৮ইং সালে স্থাপিত হয়। “সন্তান আপনাদের, তাকে সুশিক্ষিত নাগরিকরুপে গড়ে তোলার দায়িত্ব আমাদের।” এই মূলমন্ত্রকে ধারণ করে বাহাদুরপুর কারিগরি স্কুল অ্যান্ড কলেজ এগিয়ে চলছে।
“মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন।” “জীবন থেকে সূর্য চলে যাওয়ার জন্য আপনি যদি কেঁদে ফেলেন, তাহলে আপনার অশ্রুগুলি আপনাকে তারাগুলি দেখতে বাধা দেবে।”
মানুষের শ্রেষ্ঠত্বের কারণ হচ্ছে তার মনুষ্যত্ব, বিবেক ও বুদ্ধিবৃত্তি। তবে পৃথিবীতে মানুষই একমাত্র জীব, যাদের ক্রমাগত অনুশীলন ও চর্চার মাধ্যমে প্রকৃত মনুষ্যত্ব অর্জন করতে হয়। শিক্ষা মানুষকে এ কাজে সহায়তা করে।